জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের মানববন্ধনে হামলা

জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের মানববন্ধনে হামলা চালিয়েছে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘খালেদা জিয়ার বিরুদ্ধে ছাত্রলীগের নগ্ন হামলা ও বর্ষবরণে নারীদের যৌন হয়রানির প্রতিবাদে’ জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট আয়োজিত এক মানববন্ধনে হামলা চালানো হয়।

হামলার সময় মানববন্ধনে বক্তব্য প্রদান করছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইনিয়নের সভাপতি ও আদর্শ ঢাকা আন্দোলনের সদস্য সচিব শওকত মাহমুদ।

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের নেতা-কর্মীরা অভিযোগ করেন, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি ফাতেমা জামিল সাথী ও সাধারণ সম্পাদক স্বপনের নেতৃত্বে ২০-২৫ জন নেতা-কর্মী জয়বাংলা স্লোগান দিতে দিতে এসে মানববন্ধনে হামলা চালায়। এ সময় তারা ব্যানার কেড়ে নিয়ে এলোপাতাড়ি মার-পিঠ করে।

এসময় নিরাপত্তা বাহিনীর অনেক সদস্য ও বিভিন্ন গণমাধ্যমের উপস্থিতিতে ব্যানার ছিনিয়ে নেয়ার পাশাপাশি মাইকও কেড়ে নেয় হামলাকারীরা।

তখন শওকত মাহমুদ বক্তব্য প্রদান বন্ধ করে নেতা-কর্মীদের সহায়তায় দ্রুত স্থান ত্যাগ করেন। ঢাকা সাংবাদিক ইউনেয়নের সভাপতি কবি আব্দুল হাই সিকদারসহ জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের অন্যান্য নেতা-কর্মীরা প্রজন্ম লীগের ধাওয়ার মুখে ধাক্কা খেতে খেতে প্রেসক্লাবের দিকে ছুটে যান। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

এ অবস্থায় মানববন্ধনে অংশ নেওয়া নেতা-কর্মীরা দ্রুত স্থান ত্যাগ করে প্রেসক্লাবের মধ্যে প্রবেশ করলে প্রেসক্লাবের গেট বন্ধ করে দেওয়া হয়। পরে হামলাকারীরা স্থান ত্যাগ করেন।



মন্তব্য চালু নেই