জাতিসংঘ মহাসচিব প্রার্থী হচ্ছেন হেলেন ক্লার্ক
গত কয়েক মাসের জল্পনার অবসান ঘটিয়ে নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী হেলেন ক্লার্ক ঘোষণা দিয়েছেন যে, তিনি জাতিসংঘ মহাসচিব পদের জন্য প্রার্থী হবেন।
বিবিসি’র সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, নির্বাচিত হলে জার্মানি, জাপান, ব্রাজিল এবং ভারতকে স্থায়ী সদস্য পদ দিয়ে তিনি নিরাপত্তা পরিষদের আমূল সংস্কার করতে চান।
এছাড়া একুশ শতকের বাস্তবতা মাথায় রেখে আফ্রিকার দুটি দেশকেও নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য পদ দেয়া যেতে পারে বলে তিনি মনে করেন। ক্লার্ক বর্তমানে সংস্থাটির উন্নয়ন কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন।
জাতিসংঘের বর্তমান মহাসচিব বান কি মুনের মেয়াদ এবছরের ডিসেম্বরে শেষ হবার কথা রয়েছে।
মন্তব্য চালু নেই