জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আসন চান কানাডার প্রধানমন্ত্রী

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী আসন লাভের চেষ্টা চালাচ্ছে কানাডা। দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানিয়েছেন, ২০২১ সাল থেকে যেসব দেশ নিরাপত্তা পরিষদের সদস্য হিসেবে কাজ করবে তার মধ্যে কানাডা থাকবে বলে আশা করেন তিনি। খবর-রেতে।

ট্রুডো বলেছেন, আন্তর্জাতিক রাজনীতিতে তার দেশ আবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায়। দেশটি সর্বশেষ ১৯৯৯ থেকে ২০০০ সাল পর্যন্ত নিরাপত্তা পরিষদের সদস্য ছিল। ২০১০ সালের নির্বাচনে পর্তুগালের কাছে হেরেছিল কানাডা। এর আগে ১৯৪০ এর দশক থেকে ছয়বার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছে দেশটি।

২০২১ সালের নির্বাচনে আয়ারল্যান্ড ও নরওয়ে হবে দুটি গুরুত্পূর্ণ প্রতিযোগী। সে কারণে কানাডাকে নিরাপত্তা পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হতে হলে ছোট দেশগুলোর জন্য অনেক সহযোগিতা ও রাজনৈতিক প্রতিশ্রুতি দিতে হবে বলে দেশটির রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

এছাড়া, রাশিয়ার মতো শক্তিশালী দেশের বিরুদ্ধে অবস্থান কিছু নমনীয় করার প্রয়োজন হবে বলেও বিশেষজ্ঞরা মতামত দিয়েছেন। সর্বশেষ নির্বাচনে কানাডাকে নিরাপত্তা পরিষদের আসন পেতে প্রায় এক কোটি ডলার খরচ করতে হয়েছিল।



মন্তব্য চালু নেই