জাতিসংঘের কালো তালিকাভূক্ত নতুন সংগঠন
গত ২০১২ সালে লিবিয়ার রাজধানী বেনগাজিতে যুক্তরাষ্ট্র পরিচালিত একটি মিশনে হামলার দায়ে একটি সশস্ত্র দলকে কালো তালিকাভূক্ত করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। আলকায়েদার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে অভিযুক্ত সংগঠন আনসার আল-শরিয়ার সকল ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে এবং ব্রিটেন, ফ্রান্স এবং যুক্তরাষ্ট্রকে সংগঠনটির সকল সদস্যের ভিসা বাতিল করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
বেনগাজিতে হামলার জন্য মূলত দায়ি করা হয় আনসার আল-শরিয়া এবং আনসার আল-শরিয়া দেরনা নামক দুটি সংগঠনকে। আর এই দুটি সংগঠনই লিবিয়ার আলকায়েদা, ইসলামিক মেঘরাব এবং অন্যান্য সশস্ত্র সংগঠনের সঙ্গে সংযুক্ত। গত অক্টোবর মাসে আনসার আল-শরিয়া দেরনা ইরাকের ইসলামিক স্টেট বাহিনীর সঙ্গে একাত্মতা ঘোষণা করে বিবৃতি প্রদান করেছিল। এরপর থেকেই মূলত সংগঠন দুটিকে নিষিদ্ধ করার ব্যাপারে তৎপর হয় যুক্তরাষ্ট্রসহ অন্যান্য পশ্চিমা দেশগুলো।
এবিষয়ে ফরাসি রাষ্ট্রদূত ফ্রাঙ্কোসি দেলাত্রে জানান, ‘জাতিসংঘের বিশেষ দূত বারনারদিনো লিয়নের চেষ্টার কারণে এবং লিবিয়ার সরকারের কারণেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কারণ এর ফলে ওই গোষ্ঠিগুলোর সঙ্গে আমাদের পার্থক্য রেখা সূচিত হয়েছে। পাশাপাশি এটাও প্রমাণ হয়েছে যে আন্তর্জাতিক বিশ্ব জিহাদিদের সঙ্গে কোনো আলোচনায় যাবে না। সেটা লিবিয়ান গ্রুপই হোক কিংবা ইসলামিক অন্য কোনো গ্রুপই হোক।’
অপরদিকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড বলেন, ‘এই সিদ্ধান্ত স্পষ্টতই জানান দিচ্ছে যে, আন্তর্জাতিক সম্প্রদায় চরমপন্থী দলগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবে। শান্তি এবং নিরাপত্তা স্বার্থে এটা জরুরী।’
মন্তব্য চালু নেই