জয়ললিতার মৃত্যুই কেড়ে নিল ৭৭টি তাজা প্রাণ!
দক্ষিণের ‘আম্মা’ জয়ললিতার আচমাকা মৃত্যুর শোকেই গোটা তালিমনাড়ুতে মৃত্যু হয়েছে ৭৭ জন সাধারণ মানুষের৷এমনকি আত্মহননেরও চেষ্টা করেছেন অনেকে৷জানা গিয়েছে, মৃতদের পরিবারকে তিন লাখ টাকা ও আত্মহত্যার চেষ্টা করা ব্যক্তিদের পঞ্চাশ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তামিলনাড়ুর শাসক দল এআইডিএমকে৷
নামসহ প্রকাশ করাহয়েছে রাজ্যের বিভিন্ন স্থানে মৃত ৭৭ জনের নামের তালিকা৷মৃতদের প্রতি শোক প্রকাশ করেছে এআইডিএমকে৷যারা আত্মহত্যার চেষ্টা করেছেন তাদের চিকিৎসা খরচও বহন করছে আম্মার দল৷৭৫ দিন হাসপাতালে থাকার পর সোমবার মধ্যরাতে প্রয়াত হন জয়ললিতা।
মঙ্গলবার বিকেল সাড়ে চারটেয় শেষকৃত্য সম্পন্ন হবে জয়ললিতার। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে ইতিমধ্যেই চেন্নাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। এছাড়াও শ্রদ্ধা জানিয়েছেন দক্ষিণের সুপারস্টার রজনীকান্ত। চেন্নাই যাচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল, রাহুল গান্ধী। তামিলনাড়ুর মারিনা সমুদ্র সৈকতে শেষকৃত্য সম্পন্ন হয় জয়ললিতার। এম জি রামাচন্দ্রনের সমাধির পাশেই শায়িত করা হয় তাঁর দেহ।-কলকাতা২৪
মন্তব্য চালু নেই