জন্মদিনে আমন্ত্রিত সারা বিশ্ব, উপস্থিত হল ১৩ লক্ষ!
বাড়িতে কোনও পার্টির আয়োজন করতেই পারেন। তবে ভুল করেও বিষয়টি ফেসবুকে দেবেন না৷ নইলে আপনার বাড়িতেও চলে আসতে পারে ১৩ লক্ষ আমন্ত্রিত অতিথি৷ অবাক হলেও ঠিক এমনটি ঘটেছে মেক্সিকোর এক পনেরো বছর বয়সী মেয়েটির পরিবারের সঙ্গে৷
সদ্য পনেরোতে পা দিয়েছে রুবি গ্রাসিয়া৷ সেই উপলক্ষে বাড়িতে একটি ঘরোয়া পার্টির আয়োজন করেছিল তার বাবা-মা৷ অতিথিদের আমন্ত্রণ জানানোর জন্য ফেসবুকে একটি ভিডিও আপলোড করেন তারা৷ আর গণ্ডগোলটি বেঁধে গেল তখনই৷
ফেসবুকের প্রাইভেসি সেটিংস ‘পাবলিক’ করে দিয়েছিলেন তারা৷ ফলে অনুষ্ঠানের দিনে তাদের বাড়িতে উপস্থিত হল ১৩ লক্ষ মানুষ৷ সকলেই আমন্ত্রিত৷ এমনকি দূর থেকে বাসের মাথায় চেপেও রুবির বাড়িতে দলে দলে এসেছেন লোকজন৷ বিষয়টিতে যথেষ্ট হতভম্ব হয়ে পরেছিল রুবি ও তার পরিবার৷
রুবি জানিয়েছে, প্রথমে বিষয়টি মজাদার মনে হলেও পরে বিব্রতকর লাগছিল এত মানুষের ভিরকে৷ তবে কেনই বা সমগ্র মেক্সিকোর মানুষ আমন্ত্রণ ভিডিওটি দেখে তার বাড়ি আসতে গেল তা এখনও পরিষ্কার নয় রুবির কাছে৷ আসলে কিন্তু পুরো মেক্সিকোকে নয়, সমগ্র বিশ্বকে তার বাড়িতে আমন্ত্রণ করেছিলে রুবি!
তাই আপনাদের বলি, ভূলেও যেন সামাজিক যোগযোগ মাধ্যমে আমন্ত্রণ করে বসবেন না! বলা তো যায় না সেই আমন্ত্রণ কেউ ফেলতে না পেরে যদি দলে দলে হাজির হয় আপনার বাড়িতে তাহলে কি করবেন?
মন্তব্য চালু নেই