জন্মদিনে আবদুল কালাম আজাদকে মোদির স্যালুট

ভারতের মিশাইল ম্যান খ্যাত এ.পি.জে আবদুল কালাম আজাদের ৮৪তম জন্ম বার্ষিকী ১৫অক্টোবর । এ উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রয়াত প্রেসিডেন্টের প্রতি সম্মান প্রদর্শন করেছেন।

মোদি তার এক সরকারি বিবৃতিতে বলেছেন, ‘জন্ম বার্ষিকীতে ড. এ.পি.জে আবদুল কালাম আজাদকে অভিবাদন।’ কালামের জন্মদিন উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী প্রয়াত প্রেসিডেন্টের একটি ভাস্কর্য উন্মোচন করবেন এবং রাজধানীতে একটি ছবির প্রদর্শনী উদ্বোধন করবেন।

ভারতরত্ন পুরস্কারপ্রাপ্ত আবদুল কালাম ২৭ জুলাই মৃতুবরণ করেন। তিনি ভারতের ১১তম প্রেসিডেন্ট হিসেবে ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত দেশ শাসন করেছেন।

প্রেসিডেন্ট হওয়ার আগে তিনি প্রায় চার দশক ধরে তিনি প্রধানত ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) এবং ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের (আইএসআরও) একজন বিজ্ঞানী এবং বিজ্ঞানের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন।



মন্তব্য চালু নেই