জনগণের সমর্থন চান মোদি

যতই দিন যাচ্ছে নোট বাতিল নিয়ে সরকারের উপর ততই চাপ বাড়ছে। নরেন্দ্র মোদি জানিয়েছেন, ‘এ বিষয়ে পিছিয়ে আসার কোনো প্রশ্ন আসে না বরং কালো টাকা এবং বেআইনি সম্পত্তির বিরুদ্ধে আরো কঠোর পদক্ষেপ নিতে চলেছে সরকার।’ রোববার গোয়ায় এক অনুষ্ঠানের ভাষণে এ কথা জানান মোদি।

তার গোটা বক্তৃতা জুড়েই ছিল নোট বাতিলের সিদ্ধান্ত এবং সাম্প্রতিক ঘটনা প্রবাহ। তিনি বলেছেন, ‘দেশকে অন্ধকারে রেখে কিছু করিনি।’ গত ৭০ বছর ধরে দেশের কোনও সরকার যা করতে পারেনি তার সরকার ১৭ মাসে তা করে দেখিয়েছে বলেও দাবি করেছেন মোদি।

নোট বাতিল প্রক্রিয়া নিয়ে বলতে গিয়ে মোদি বলেন, অনেক আগে থেকেই কালো টাকা জমা করার জন্য সরকার বার্তা দিয়েছিল। যারা তাতে কান দেয়নি তাদের বিরুদ্ধে গত ১০ মাস ধরে গোপন প্রস্তুতি চালানো হয়েছে।

এ ধরনের সিদ্ধান্তে সাধারণ মানুষের যে কিছুটা অসুবিধা হচ্ছে তা মেনে নিয়েছেন তিনি। তবে এমন পরিস্থিতিতে জনগণের সমর্থন প্রয়োজন বলেও উল্লেখ করেন মোদি।



মন্তব্য চালু নেই