ছুরি হাতে হোয়াইট হাউসে…
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার বাসভবন হোয়াইট হাউসের আঙ্গিনায় ছুরি হাতে ঢুকে পড়লেন এক ব্যক্তি।
এতে করে হোয়াইট হাউসের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে যুক্তরাষ্ট্রে।
রোববার আলজাজিরার অনলাইন সংস্করণের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
দেশটির প্রধান আইন কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে শনিবার বলা হয়েছে, ‘‘৪২ বছর বয়সী ওমর গঞ্জালেজ নামে এক ব্যক্তি অবৈধভাবে দেয়াল টপকে হোয়াইট হাইসের সংরক্ষিত এলাকায় ঢুকে পড়েন। এ সময় তার হাতে ‘মরণঘাতী বা ভয়ানক’ অস্ত্র ছিল।’’
অবশ্য এসময়ে হোয়াইট হাউস থেকে মেয়েদের নিয়ে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছেলেন ওবামা।
হোয়াইট হাউসের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সিক্রেট সার্ভিস জানিয়েছে, ‘শুক্রবার এক ব্যক্তি হোয়াইট হাউসের দেয়াল টপকে ভেতরে ঢুকে পড়ে। এ সময় তার কাছে ৯ সেন্টিমিটার দৈর্ঘ্যরে একটি ছুড়ি ভাজকরা অবস্থায় ছিল।’
প্রেসিডেন্ট বারাক ওবামা হোয়াইট হাউসে ওঠার পর এটিই নিরাপত্তা বিঘ্নের সবচেয়ে বড় ঘটনা। সিক্রেট সার্ভিস, অন্যান্য নিরাপত্তা বিভাগ ও নিরাপত্তা সরঞ্জামাদির সাহায্যে হোয়াইট হাইসে নিশ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনী রয়েছে। তারপরও ছুরি নিয়ে এক ব্যক্তির সেখানে ঢুকে পড়াতে নিরাপত্তা বিশ্লেষকরা হতবাক হয়েছেন।
মন্তব্য চালু নেই