ছুটির দিন ছাড়া সভা-সমাবেশ বন্ধ হচ্ছে
ছুটির দিন ছাড়া রাজধানীতে সভা-সমাবেশ বন্ধ করা হচ্ছে উল্লেখ করে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সোহরাওয়ার্দী উদ্যানকে চারটি ভাগ করে দেয়া হবে। নির্দিষ্ট স্থান ছাড়া সমাবেশ করা যাবে না।’
শুক্রবার সকাল ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারে লায়ন সেবা মাস উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
সামনের বছরগুলোতে দেশের যোগাযোগ খাতে বিপ্লব ঘটতে যাচ্ছে দাবি করে করে যোগাযোগমন্ত্রী বলেন, ‘২০১৭ সালে মধ্যে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে, ২০১৮ সালের মধ্যে পদ্মাসেতু এবং ২০১৯ সালের মধ্যে মেট্রোরেলের কাজ শেষ হবে, যা দেশে যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনবে।’
ওবায়দুল কাদের বলেন, ‘লায়ন দেশে নানা ধরনের সেবামূলক কাজ করে যাচ্ছে। আগামী দিনে তারা আরও কাজ করবে।’
এসময় তিনি সড়ক দুর্ঘটনা কমাতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লায়ন ক্লাবকে কাজ করার আহ্বান জানান।
এর আগে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে শহীদ মিনার পর্যন্ত ক্লাবটির উদ্যোগে একটি র্যালি অনুষ্ঠিত হয়। এতে লায়ন ক্লাবের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য চালু নেই