ছাড়া পেয়েছেন ৪৯ পণবন্দি
ইরাকের জঙ্গি গোষ্ঠী ইসলামি স্টেটের হাতে আটক ৪৯ তুর্কী পণবন্দি নিরাপদে দেশে ফিরে এসেছেন। শনিবার তুর্কী প্রধানমন্ত্রীর বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল জাজিরা।
প্রধানমন্ত্রী আহমেত দাভুতোগলু জানান, এসব পণবন্দিরা তুর্কী গোয়েন্দা দলের প্রহরায় দেশে ফিরেছেন। তারা তুরস্কের দক্ষিণাঞ্চলীয় শহর সানলিউরফায় এসে পৌঁছেছেন। তিনি নিজে তাদের স্বাগত জানিয়েছেন।
গত জুন মাসে মসুলের তুর্কী কনসুলেটে হামলা চালিয়ে তাদেরকে আটক করেছিল আইএস। এদের মধ্যে কূটনীতিক, সেনা এবং বেশ কিছু শিশুও রয়েছে।
শনিবার নিজের টুইটারে লেখা এক বার্তায় প্রধানমন্ত্রী দাভুতোগলু জানান,‘ আজ সকাল পাঁচটায় আমরা ইরাকে আটক আমাদের নাগরিকদের দেশে ফিরিয়ে এনেছি।’ এসব বন্দীদের ছাড়িয়ে আনার ঘটনায় সহেযোগিতা করার জন্য তিনি তুরস্কের গোয়েন্দা সংস্থাকে ধন্যবাদ জানিয়েছেন। তবে জঙ্গিরা তাদের কবে নাগাদ মুক্তি দিয়েছে এবং কিসের বিনিময়ে তারা ছাড়া পেয়েছেন এ বিষয়ে কিছুই জানাননি দাভুতোগলু।
মন্তব্য চালু নেই