ছাত্রীকে ছুরিকাঘাত, আদালতে আসামির জবানবন্দি

সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রসুলপুর গ্রামে কলেজছাত্রী ঝুমা আক্তারকে ছুরিকাঘাতের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বাহার উদ্দিন।

জকিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. খাইরুল আমিনের আদালতে বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বাহার। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান হাওলাদার বলেন, ঝুমাকে ছুরিকাঘাত মামলার প্রধান আসামি বাহারকে বৃহস্পতিবার সকালে জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়নের মির্জারচক এলাকার একটি হাওর থেকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেল ৩টায় আদালতে নেওয়ার পর তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বাহার উদ্দিন রসুলপুর গ্রামের আবদুল গফুরের ছেলে। ঝুমা আক্তারকে গত রোববার ছুরিকাঘাত করেন বাহার। ঝুমা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় সোমবার রাতে থানায় মামলা দায়ের করেন তার মা করিমা বেগম। মামলার এজহারে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে ঝুমাকে উত্যক্ত করে আসছিলেন বাহার। তার বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ঝুমার ওপর হামলা চালিয়েছেন তিনি।



মন্তব্য চালু নেই