ছাত্রকে নগ্ন ছবি পাঠিয়ে চাকরিহারা শিক্ষিকা!
১৬ বছরের এক ছাত্রকে নিজের অর্ধনগ্ন ছবি পাঠানোর অভিযোগে এক শিক্ষিকাকে পাঁচ বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে। ব্রিটেনের উচ্চ বিদ্যালয়ের ৪৩ বছয় বসয়ী শিক্ষিকা লিন্ডা হার্ব সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে ছাত্রকে নিজের অর্ধনগ্ন ছবি পাঠান।
ফেসবুকে ছাত্রের সঙ্গে যোগাযোগ হয় এই শিক্ষিকার। এই ছাত্র এর আগে লাঙ্কাশায়ারের পার্ক উচ্চবিদ্যালয়ের পড়াশোনা করত। ফেসবুকে আলাপ হওয়ার পর দুজনেই একে অপরকে ফোন নম্বর দেয়। এর পর থেকেই তারা একে অপরের ঘনিষ্ঠ হতে শুরু করে। এমনকি একে অপরকে গোপন এমএসএম ও ছবি পাঠাতে থাকে। এরপরেই শিক্ষিকা ছাত্রকে নিজের অর্ধনগ্ন ছবি পাঠায়। ঘটনার কথা জানাজানি হতেই শিক্ষিকাকে তার ১০ বছরের চাকরি ছাড়তে হয়। এক সমিতি জানিয়েছে এই কাজ করে ওই শিক্ষিকা শিক্ষকতার পেশাকে কলুষিত করেছেন। ২০১৯ সালের সেপ্টেম্বরের আগে শিক্ষকতা না করার শাস্তি দেওয়া হয়েছে ওই শিক্ষিকাকে।
মন্তব্য চালু নেই