ছদ্ম মুসলিম জঙ্গির মহড়া নিয়ে ভারতে ব্যাপক ক্ষোভ

ছদ্ম মুসলিম জঙ্গি সেজে ভারতের গুজরাটের পুলিশ নিরাপত্তা মহড়া দেয়ার পর এ নিয়ে ভারতে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে।

গুজরাটের সুরাট জেলায় পুলিশ সম্প্রতি এই মহড়া দেয়। প্রকাশিত এক ভিডিওতে দেখা যাচ্ছে, মহড়ার সময় মুসলিমদের মতো লম্বা জোব্বা এবং মাথায় টুপি পরা ছদ্ম জঙ্গিদের সঙ্গে পুলিশ ধস্তাধস্তি করছে।

নর্মদা জেলায় আরেকটি মহড়ার সময় এরকম ছদ্ম জঙ্গিদের ‘ইসলাম জিন্দাবাদ’ শ্লোগান দিতে দেখা যায়।

ভারতের মুসলিম নেতারা এই মহড়াকে খুবই জঘন্য এবং নিন্দনীয় বলে মন্তব্য করেছেন।

সমালোচকরা বলছেন, পুলিশের মহড়ার এই ভিডিও ভারতের মুসলিমদের একটা গৎবাঁধা ছাঁচের মধ্যে ফেলে দেখানোর চেষ্টা করা হয়েছে। মুসলিমরা ভারতের মোট জনসংখ্যার ১৪ শতাংশ।

ভারতের কয়েকটি টেলিভিশন চ্যানেলে এই মহড়ার ভিডিও দেখানোর পর গুজরাটের মুখ্যমন্ত্রী আনন্দিবেন প্যাটেল পুলিশের এই মহড়া ভুল ছিল বলে স্বীকার করেছেন।

তিনি বলেন, ধর্মকে সন্ত্রাসবাদের সঙ্গে এক করে দেখানো ভুল।মুসলিম নেতারা এ ঘটনার জন্য পুলিশকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন।

নরেন্দ্র মোদির সরকার ভারতের সংখ্যালঘুদের সঙ্গে কি আচরণ করছে, সেদিকে নজর রাখছেন অনেকেই।

তিনি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, তখন ২০০২ সালে সেখানে এক মুসলিম বিরোধী দাঙ্গায় এক হাজারের বেশি মানুষ নিহত হয়, যাদের বেশিরভাগই ছিল মুসলিম।

এই দাঙ্গা ঠেকাতে নরেন্দ্র মোদি কিছুই করেননি বলে অভিযোগ্ উঠে।–বিবিসি।



মন্তব্য চালু নেই