ছত্তিশগড়ে জিম্মিরা মুক্ত, একজনকে হত্যা

প্রায় ২১ ঘণ্টা পর শনিবার রাতে জিম্মিদের মুক্তি দিয়েছে মাওবাদীরা। নিজেরা আদালত (ক্যাঙ্গারু কোর্ট) গঠন করে একজনকে হত্যার পর বাকিদের মুক্তি দেওয়া হয়। এর আগে ভারতের ছত্তিশগড়ের দান্তেওয়াদায় ২০০-এরও বেশি গ্রামবাসীকে জিম্মি করে রাখে মাওবাদীরা। খবর এনডিটিভির।

পুলিশ সূত্র জানিয়েছে, মাওবাদীরা আদালত বসিয়ে সদারাম নামে এক গ্রামবাসীকে দোষী সাব্যস্ত ও গুলি করে হত্যা করেছে। সদারাম গ্রামবাসীদের নিকটস্থ সেতু প্রকল্পে কাজ করতে উৎসাহিত করতেন। অপরদিকে মাওবাদীরা ওই অঞ্চলে উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে।

এর আগে গত শুক্রবার রাতে জিরাম ভ্যালির কাছে মারেঙ্গা গ্রাম থেকে স্থানীয়দের অপহরণ করে নিয়ে যায় মাওবাদীরা। গ্রামটি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রবিবার অনুষ্ঠিতব্য জনসমাবেশ স্থল থেকে ৬০ কিলোমিটার দূরে অবস্থিত।

২০১৩ সালে জিরাম ভ্যালিতে কংগ্রেস নেতাদের এক গাড়িবহরে গণহত্যা চালায় মাওবাদীরা।

ওই অঞ্চলে সরকারি উন্নয়নমূলক কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণে বাধা দেয় মাওবাদী বিদ্রোহীরা। বিষয়টি নিয়ে বেশ কয়েকবার গ্রামবাসীদের সঙ্গে কথা হলেও তারা মাওবাদীদের দাবি মেনে নেয়নি। গ্রামবাসীরা অর্থের বিনিময়ে সেতুসহ অন্যান্য প্রকল্পে কাজ করবে বলে জানায়।

ধারণা করা হচ্ছে, সরকার ও গ্রামবাসীদের উন্নয়নমূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখতেই মাওবাদীরা এ ঘটনা ঘটিয়েছে।

বিদ্রোহীদের দাবি, তারা উপজাতীয় ও ভূমিহীন কৃষকের পক্ষে কাজ করছে।



মন্তব্য চালু নেই