চোরের কাণ্ড

সেলফি জ্বরে কাঁপছে সারা বিশ্ব। নিজের পছন্দের মুহূর্তটিকে মোবাইল ফোনের ক্যামেরায় বন্দী করতে কিশোর থেকে বৃদ্ধ সবাই পাগল। আর এ কারণে অহরহ ঘটছে দুর্ঘটনাও। গত বছর পাইলটের সেলফি জ্বরের কারণেই যুক্তরাষ্ট্রে দুর্ঘটনায় পড়েছিল একটি বিমান। এবার সেলফি জ্বরে আক্রান্ত হয়েছে এক চোর। বেচারা চুরি করতে গিয়ে সেলফি তুলেছিল। আর এতেই তার পরিচয় প্রকাশ পেয়ে যায়। ঘটনাটি ঘটেছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায়।
পুলিশ জানায়, ভিয়েনারে একটি ভবনের বেসমেন্টে রাখা দামি সাইকেল চুরি করার সময় চোর তার সেলফি তুলছিল। এসময় ওই ভবনের সিসি ক্যামেরায় বিষয়টি ধরা পড়ে। সন্দেহ করা হচ্ছে ভিয়েনার বিভিন্নস্থানে টানা চারদিন সেই সাইকেল চুরি করেছে।
পুলিশ সম্প্রতি সেলফি তোলা অবস্থায় চোরের ছবিটি প্রকাশ করেছে।
পুলিশের এক মুখপাত্র জানান, ‘আমাদের বিশ্বাস চোরটি আত্মগোপন করে আছে এবং সে একজন বিদেশি। ইতিমধ্যে সে এদেশ ছেড়ে চলে গেছে। কারণ তার প্রকাশিত ছবিটি বেশ পরিস্কার এবং আমরা নিশ্চিত তাকে অবশ্যই কেউ চেনে।’
তিনি আরও বলেন, আমরা আশা করছি তার ছবিটি দ্রুত শেয়ার হবে এবং আমরা তাদের চিহিৃত করতে পারবো।
































মন্তব্য চালু নেই