চোখের সামনে অপহরণ, সবাই চুপ (ভিডিও)

রমরমা বাজারে শত শত মানুষের চোখের সামনে থেকে এক লোককে বন্দুক ঠেকিয়ে অপহরণ করে নিয়ে গেল। অথচ সবাই চুপ থাকল। কোনো প্রতিবাদ হয়নি, না লোকটিকে সাহায্য করতে এগিয়ে এসেছে কেউ।

প্রকাশ্য দিবালোকে ভারতের উত্তর প্রদেশের গ্রেট নইডার একটি বাজারে এ অপহরণের ঘটনা আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি বলে মনে করা হচ্ছে।

অপহরণের মুহূর্তটি এক লোক ক্যামেরায় ধারণ করেন। এতে দেখা যাচ্ছে, দুই ব্যক্তি বন্দুকের মুখে এক লোককে জোর করে গাড়িতে ওঠাচ্ছে। সবাই দেখছে কিন্তু কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসছে না।

22222

অপহৃত লোকটির নাম ভীম সিং। তিনি গ্রেট নইডার বাসিন্দার। অপহৃত হওয়ার কয়েক ঘণ্টা পর গাজিয়াবাদে হিন্দন নদীর তীরে তার মৃতদেহ পাওয়া যায়।

এদিকে ভীম সিংসের পরিবার অভিযোগ করেছে, আমাদের কাছে অপহরণের একটি ভিডিও আছে। কিন্তু তারপরও পুলিশ আমাদের সাহায্য করছে না। তবে পুলিশ দাবি করেছে, ঘটনার তদন্তে তিনটি টিম গঠন করা হয়েছে।



মন্তব্য চালু নেই