চূড়ান্ত পরমাণু চুক্তির নিশ্চয়তা নেই: ইরান
এবার ছয় বিশ্বশক্তির সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে চূড়ান্ত চুক্তির ব্যাপারে মুখ খুলেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।
তিনি বলেছেন, ‘পরমাণু কর্মসূচির ব্যাপারে চূড়ান্ত চুক্তির কোনো নিশ্চয়তা নেই।’
বৃহস্পতিবার এক টেলিভিশন ভাষণে তিনি এ কথা বলেন। রাষ্ট্রীয় ব্যাপারে সর্বোচ্চ এ ধর্মীয় নেতার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে বিবেচিত হয় ইরানে।
খামেনি দাবি করেন ছয় জাতির সঙ্গে চূড়ান্ত চুক্তির মুহূর্তে ইরানের ওপর থেকে সব ধরণের অবরোধ প্রত্যাহার করতে হবে।
গত সপ্তাহে সুইজারল্যান্ডের লুসানে ছয় জাতির সঙ্গে বিতর্কিত পরমাণু কর্মসূচি বন্ধে ছয় বিশ্বশক্তির সঙ্গে খসড়া চুক্তি স্বাক্ষর করে ইরান। আগামি জুনে চূড়ান্ত চুক্তি করার কথা। যুক্তরাষ্ট্র বলছে, ইরানের ওপর থেকে ধীরে ধীরে নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে। কিন্তু ইরান চায় এখনই সব নিষেধাজ্ঞা তুলে নেয়া হোক।
এর আগে প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছিলেন, ‘নিষেধাজ্ঞা না তুলে নিলে ইরান চূড়ান্ত চুক্তিতে সই করবে না। পরমাণু আলোচনায় অংশগ্রহণকারী সব পক্ষ সন্তুষ্ট থাকবে, আমরা এমন একটি চুক্তি চাই।’
ভাষণে চুক্তির পক্ষে কাজ করা প্রেসিডেন্ট হাসান রুহানি ও তার দলের ওপর আস্থা পুর্নব্যক্ত করেন খামেনি।
তিনি বলেন, `আমি চুক্তির সমর্থনও করি না আবার বিরুদ্ধাচারণও করি না। সব কিছুর বিস্তারিত আছে, হয়তো বিস্তারিতের বেলায় অপরপক্ষ কৌশলে আমাদের ওপর কড়াকড়ি আরোপ করতে পারে।’
মন্তব্য চালু নেই