চীন-নেপালের সামরিক মহড়ায় বিব্রত ভারত

দীর্ঘ সময়ে ধরে ভারতের সঙ্গে সু-সম্পর্ক বজায় রাখার পর এবার চীনের দিকে বেশি ঝুঁকছে নেপাল। আগামী বছরের শুরুতে চীনের সঙ্গে যৌথ সেনা মহড়া করতে চলেছে দেশটি।

যা বেশ অস্বস্থিতে ফেলেছে ভারতকে। এদিকে, নেপালের সঙ্গে যৌথ মহড়ায় ভারতের নাক গলানো নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে চীন। দেশটির সংবাদমাধ্যমে এ ব্যাপারে ভারতকে হুঁশিয়ারিও দেয়া হয়েছে। এমনটাই দাবি করেছে ভারতের সংবাদমাধ্যম কলকাতা টুয়েন্টিফোর।
ভারতে নেপালের রাষ্ট্রদূত দীপ উপাধ্যায় অবশ্য দাবি করেছেন, মাওবাদীদের মোকাবিলা করতে অতীতেও এমন বহু যৌথ মহড়া করেছে নেপাল। ফলে ভারতের সঙ্গে নেপালের যে বিশেষ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তা বজায় থাকবে। এই যৌথ মহড়া নিয়ে ভারতের বিব্রত হওয়ার কিছু নেই।

সন্ত্রাস দমনে সেনা বাহিনীর শক্তি বৃদ্ধিতে আগেও এমন যৌথ মহড়া করেছে নেপাল। গত ১০ বছর ধরে নেপালের সঙ্গে যৌথ সেনা মহড়া করে আসছে ভারতও। নেপালকে বিভিন্ন সময় সামরিক সরঞ্জাম, সামরিক কৌশল ও সমরাস্ত্রেরও যোগান দিয়েছে ভারত। ভারতীয় সেনাতে কাজ করে প্রায় ৩২ হাজার নেপালি গোর্খা। ভারতীয় সেনা থেকে পেনশন পান প্রায় দেড় লাখ নেপালি সেনা।



মন্তব্য চালু নেই