চীনে বাস দুর্ঘটনায় নিহত ২৬

চীনের তিয়ানজিন শহরে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ২৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৪ জন। শুক্রবার রাতে ওই দুর্ঘটনা ঘটেছে। শনিবার এ তথ্য জানিয়েছে দেশটির স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

স্থানীয় শিনহুয়া নিউজ এজেন্সি জানিয়েছে, উত্তরাঞ্চলীয় বন্দর শহর তিয়ানজিংয়ে ওই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার সময় বাসটিতে অন্তত ৩০ জন যাত্রী ছিলেন। উত্তরাঞ্চলীয় হেবেই প্রদেশের উত্তর-পূর্বাঞ্চলীয় শেনইয়াং শহরে যাওয়ার পথে বাসটির চাকা বিস্ফোরিত হলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায় বাসটি।

দুর্ঘটনায় আহত হয়েছেন বাসের টিকেট কালেক্টর, চালক এবং দুই যাত্রী। ওই দুর্ঘটনার মাত্র একদিন আগেই হুনান প্রদেশে একটি বাস বিস্ফোরিত হয়ে ৫৩ জন নিহত হয়। আহত হয়েছে আরো ১১ জন।



মন্তব্য চালু নেই