চীনে দেয়াল ধসে নিহত ১০

চীনের পূর্বাঞ্চলের শানডং প্রদেশে একটি নির্মাণাধীন দেয়াল ধসে অন্তত ১০ শ্রমিকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও অন্তত তিনজন। আজ রবিবার প্রদেশটির ল্যানলিং মিউনিসিপ্যালের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। স্থানীয় পুলিশ এ দুর্ঘটনার তদন্ত করছে বলে পৃথক বিবৃতিতে জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, স্থানীয় একটি ট্রান্সপোর্টেশন কম্পানির মাঠে নির্মাণাধীন দেয়ালটি ধসে পড়লে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর মারা যায় আরও চারজন। এ ছাড়া, একই হাসপাতালে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছে তিনজন।



মন্তব্য চালু নেই