চীনে কারাখানায় বিস্ফোরণ, নিহত ৬৫
চীনের এক মেটাল কারখানায় বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৬৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো শতাধিক।
চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে বিবিসি জানায়, শনিবার ভোরে পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের কুনশান শহরের এক কারখানায় ওই বিস্ফোরণের ঘটনাটি ঘটে।
অনলাইনে প্রকাশিত ছবিতে পোড়া জামাকাপড় পড়া লোকজনকে কারখানা কমপ্লেক্সের বাইরে বসে থাকতে দেখা গেছে। কারখানা থেকে কালো ধোঁয়া উদগিরণের ছবিও প্রকাশিত হয়েছে। অগ্নিদগ্ধ কারখানাটিতে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে উদ্ধারকর্মীরা। এছাড়া বিস্ফোরণের কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু করেছেন সরকারি কর্মকর্তারা।
মন্তব্য চালু নেই