চীনা নোবেল পেলেন কাস্ত্রো

চীনা নোবেল বলে আখ্যায়িত কনফুসিয়াস শান্তি পদক পেলেন কিউবার সাবেক শাসক ফিদেল কাস্ত্রো। বৃহস্পতিবার দেশটি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস এ তথ্য জানিয়েছে।

কাস্ত্রো ছাড়াও এ বছর পদক তালিকায় জাতিসংঘের মহাসচিব বান কি মুন, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন ও সাংহাই করপোরেশনসহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ছিল।

নয় জনের বিচারক প্যানেল বৃহস্পতিবার পদক বিজয়ী হিসেবে কাস্ত্রোর নাম ঘোষণা করে। কমিটি জানায়, বিশ্ব শান্তিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাকে এ পদক দেয়া হচ্ছে।

চীনা নোবেলতবে কাস্ত্রোর পক্ষ থেকে জানানো হয়েছে, অসুস্থতার কারণে তিনি পদক প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না।

উল্লেখ্য, ভিন্নমতাবলম্বী লি জিয়াবোকে নোবেল শান্তি পদক দেয়ায় ক্ষুব্ধ হয়ে চীনা কর্তৃপক্ষ ২০১০ সাল থেকে কনফুসিয়াস শান্তি পদক চালু করে। এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানকে এ পদক দেয়া হয়েছে।



মন্তব্য চালু নেই