চিকিৎসায় নোবেল পেলেন তিন বিজ্ঞানী

এ বছর যৌথভাবে চিকিৎসায় নোবেল পেয়েছেন তিন বিজ্ঞানী। তারা হলেন— চীনের তু ইউইউ, আইরিশ বংশোদ্ভূত উইলিয়াম ক্যাম্পবেল ও জাপানের সাতোশি ওমুরা। সোমবার সুইডেনের নোবেল কর্তৃপক্ষ এই পুরস্কার ঘোষণা করে।

পরজীবীবাহিত রোগব্যাধি নিয়ে গবেষণার জন্য যৌথভাবে তারা এ পুরস্কার পান।

ম্যালেরিয়ার ওষুধ আরও কার্যকরভাবে ব্যবহার করার পদ্ধতি আবিষ্কারের জন্য চীনা বিজ্ঞানী তু ইউইউকে এই পুরস্কারের জন্য মনোনীত করেছে নোবেল কমিটি। তার সঙ্গে পুরস্কারের অর্থ ভাগাভাগি করবেন জাপানী নাগরিক ক্যাম্পবেল (আইরিশ বংশোদ্ভূত) ও সাতোশি। গোলকৃমির মাধ্যমে ইনফেকশন ছড়ানোর প্রতিরোধক ওষুধ আবিষ্কার করেছেন তারা।



মন্তব্য চালু নেই