চাটমোহরে কৃমিনাশক ট্যাবলেট খেয়ে ৫ ছাত্রী অসুস্থ

পাবনার চাটমোহরে গত রবিবার দুপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃমিনাশক ট্যাবলেট খেয়ে ৫ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়েছেন। জানা গেছে, উপজেলার ফৈলজানা ইউনিয়নের ইদিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ ছাত্রী কৃমিনাশক ট্যাবলেট সেবন করলে অসুস্থ হয়ে পড়ে। এদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এরা হলেন, বকুল হোসেনের মেয়ে জুবায়দা (১২), সাইদুল ইসলামের মেয়ে সাদিয়া (৭), আলম হোসেনের মেয়ে আখি (১০), আসলাম হোসেনের মেয়ে আসমানী (৯) ও আবু মুসার মেয়ে মুসলিমা (১০)। সূত্রে জানা যায়, স্কুলে সরকারি ভাবে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়। এ সময় ওই ৫ ছাত্রী অসুস্থ হয়। ডা. গ ম বায়েজিদ বলেন, মিস্টি খাওয়ার পর ট্যাবলেট খেলে এমনটা হতে পারে। সকলেই শংকামুক্ত। কোন সমস্যা নেই।



মন্তব্য চালু নেই