চাটমোহরে সাব রেজিস্ট্রার না থাকায় জমি রেজিস্ট্রি বন্ধ

পাবনার চাটমোহর উপজেলায় সাব রেজিস্ট্রার না থাকায় গত এক পক্ষকাল ধরে জমি রেজিস্ট্রি কন্ধ রয়েছে। ফলে সরকার রাজস্ব হারাচ্ছে। জমি ক্রেতা-বিক্রেতারাও দূর্ভোগে পড়েছেন। ঈদুল আজহায় বাড়িতে আসা অনেকেই জমি রেজিস্ট্রে করতে পারেননি। কারণ তারা জমি কিনে ঈদের ছুটিতে বড়িতে এসে তা রেজিস্ট্রে করে থাকেন।

ইতোপূর্বেও ভাঙ্গুড়া উপজেলার সাব রেজিস্ট্রার পার টাইম চাটমোহরে অফিস করতেন। এখন ওই কর্মকর্তা সিরাজগঞ্জ জেলায় বদলী হওয়ায় চাটমোহরের পাশাপাশি ভাঙ্গুড়াতেও সাব রেজিস্ট্রার শুন্য হয়ে পড়েছেন।

চাটমোহর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মহররম হোসেন জানান, সাব রেজিস্ট্রার না থাকায় তাদের কাজকর্ম যেমন বন্ধ রয়েছে, তেমনি জমি রেজিস্ট্রি না হওয়ায় সরকার রাজস্ব হারাচ্ছেন। তিনি এ ব্যাপারে পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন।



মন্তব্য চালু নেই