চাকচিক্যের আড়ালে দরিদ্র হংকং

বিশ্বের উন্নত শহরের তালিকায় হংকংয়ের অবস্থান বেশ ভালো। নামকরা কয়েকটি মেগাসিটির মধ্যে অন্যতম হংকং। চীনের অংশ হওয়া স্বত্ত্বেও পুঁজি আর বাণিজ্যের প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে শহরটি দিনকে দিন। এর অবশ্য কারণও আছে, দীর্ঘসময় শহরটি ছিল ব্রিটিশদের নিয়ন্ত্রনে, যে কারণে ইউরোপের সঙ্গে ব্যবসা-বাণিজ্যে অনেক আগে থেকেই এগিয়ে ছিল হংকং। সম্প্রতি শহরটির শিক্ষার্থীরা এবং সাধারণ জনগণ হস্তক্ষেপ মুক্ত গণতান্ত্রিক উপায়ে নগরপাল নিয়োগের জন্য আন্দোলন করে আসছে চীনের বিরুদ্ধে।

ধা চকচকে হংকংয়ের যত আলোকচিত্র দেখা যায়, তার প্রায় সবগুলোতেই দেখা যায় উঁচু সব দালানের সাড়ি। কিন্তু এই উঁচু দালানগুলোর ছাদ কি কাজে ব্যবহৃত হয় কখনও ভেবে দেখেছেন কি পাঠক। শহরটি একটি বাণিজ্যিক প্রাণকেন্দ্র হওয়ায় চীনের বিভিন্ন প্রান্ত থেকে খেটে খাওয়া মানুষ কাজের সন্ধানে ছুটে আসেন হংকংয়ে। কিন্তু প্রচণ্ড ব্যয়বহুল এই শহরে থাকতে গেলে তাদের গুনতে হয় অনেক অর্থ, যা তাদের পক্ষে দেয়া সম্ভব নয়। তাই এই উঁচু দালানগুলোর ছাদের খুপরি ঘরে জায়গা হয় তাদের। যে খুপরি ঘরে একজন মানুষেরই থাকা দায় সেখানে ১০-১২ জন মানুষ গাদাগাদি করে থাকে।চাকচিক্যের আড়ালে দরিদ্র হংকং

শুধু চীনের বাসিন্দারাই নয় অনেক অভিবাসী শ্রমিকরাও হংকংয়ে এভাবে মানবেতর জীবনযাপন করে। কিন্তু একটু ভালো ভবিষ্যতের আশায় তারা দিনের পর দিন এই অমানুষিক জীবনযাপন মেনে নেয়। লোহার খাঁচা, কার্টুন, বড় প্লাস্টিকের বোতলসহ ইত্যাদির ভেতরেও থাকতে হয় অগুনতি মানুষকে। ২০০৯ সালে হংকং সরকার আবাসন সমস্যা মেটাতে উদ্যোগ গ্রহন করলেও তাতে কোনো লাভ হয়নি। কারণ শহরটির অনেক সমস্যার মাঝে এখন অন্যতম সমস্যা হলো পরিবেশ দূষণ সমস্যা। তাই এই সমস্যা না মিটিয়ে হংকংয়ের পক্ষে অন্য সমস্যার দিকে নজর দেয়া সম্ভব হচ্ছে না।
1 চাকচিক্যের আড়ালে দরিদ্র হংকং 2 চাকচিক্যের আড়ালে দরিদ্র হংকং 3 চাকচিক্যের আড়ালে দরিদ্র হংকং 4 চাকচিক্যের আড়ালে দরিদ্র হংকং 5 চাকচিক্যের আড়ালে দরিদ্র হংকং



মন্তব্য চালু নেই