চাঁপাইনবাবগঞ্জে সন্দেহজনক জঙ্গি আস্তানার আশপাশে ১৪৪ ধারা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চককীর্তির ত্রিমোহনী এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে কাউন্টার টেরোরিজম ইউনিট ও র‌্যাবসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য কর্তৃক ঘিরে রাখা একটি বাড়ি ও তার অাশেপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট কল্যাণ চৌধুরী ত্রিমোহনী ও সংলগ্ন শিবনগর গ্রামে ১৪৪ ধারা জারি করেছেন।

জঙ্গি আস্তানার খবর পাওয়ায় ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। সাধারণ মানুষকে দুরে সরিয়ে দেয়া হয়েছে।

জেলার অতিরিক্ত পুলিশ মাহবুব আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ওই বাড়িটি ঘিরে রাখে।

ওই বাড়ির ভেতর থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি করছে জঙ্গিরা। পুলিশও তাদের লক্ষ্য করে ২০-২৫ রাউণ্ড পাল্টা গুলি চালায়।

স্থানীয় ঝেন্টু বিশ্বাসের বাড়িতে জঙ্গি আবু নিজের স্ত্রী ও দু’সন্তান নিয়ে অবস্থান করছে বলে ধারণা করছে পুলিশ।



মন্তব্য চালু নেই