চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নিহত ৫
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে এক কিশোরীসহ ৫ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ইফতারের আগে সাড়ে ৬টার দিকে সামান্য বৃষ্টির সময় বজ্রপাত ঘটলে প্রত্যন্ত সীমান্তবর্তী জমিনপুরে ৪ জন এবং দূর্লভপুরে একজন মারা যান।
নিহতদের মধ্যে দু’জনের নাম পাওয়া গেছে। এরা হলেন, শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর গ্রামের তাজেমুল হকের মেয়ে বুলি খাতুন (১৩) ও বিনোদপুর ইউনিয়নের জমিনপুর গ্রামের জঞ্জাল আলীর ছেলে রফিক (৪০)।
অন্য ৩ জন হলেন মাদারীপুর থেকে তাবলিগ জামায়াতে আসা। তারা জমিনপুর বাজারে ইফতার সামগ্রী কেনার জন্য যান। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা জায়নি।
মন্তব্য চালু নেই