চাঁপাইনবাবগঞ্জে পৌর কর বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ থেকে : চাঁপাইনবাবগঞ্জে পৌর কর বৃদ্ধির প্রতিবাদে আজ বুধবার বিক্ষোভ মিছিল, সমাবেশ কর্মসুচি পালিত হয়েছে।
সকালে শহরের ফুড অফিস মোড় থেকে অযৌক্তিক পৌর ট্যাক্স বৃদ্ধি প্রতিরোধ কমিটির ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়ে পৌরসভার কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জাসদের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনির, এ্যডভকেট শাহনেওয়াজ খান পান্না, এ্যাডভকেট মিজানুর রহমান, সৈয়দ হোসেন আহমেদ বাদশা প্রমুখ।
বক্তারা অবিলম্বে বর্ধিত পৌর কর প্রত্যাহার করে পুনঃনির্ধারনের দাবি জানান।
মন্তব্য চালু নেই