চাঁপাইনবাবগঞ্জে নকল নবীশবৃন্দের জৈষ্ঠ্যতার ভিত্তিতে নিয়োগ দানের সুপারিশ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ থেকে : চাঁপাইনবাবগঞ্জের সকল উপজেলায় জৈষ্ঠ্যতার ভিত্তিতে নকল নবীশবৃন্দের পদোন্নতী বিষয়ক আলোচনা সভা করেছে চাঁপাইনবাবগঞ্জের নকল নবীশ এসোসিয়েশন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিষ্ট্রী অফিস প্রাঙ্গণে বেলা ১১টায় জেলার নকল নবীশবৃন্দের সংগঠন নকল নবীশ এসোসিয়েশনের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় নকল নবীশ এসোসিয়েশন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকল নবীশ এসোসিয়েশন রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি কায়সার হামিদ শাহিন। তাছাড়া বিশেষ অতিথি হিসেবে নকল নবীশ এসোসিয়েশন রাজশাহী বিভাগীয় কমিটির সহ-সভাপতি ও রাজশাহী জেলা শাখার সভাপতি শেখ ফরিদ এবং নকল নবীশ এসোসিয়েশন রাজশাহী জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আওয়াল কবীর উপস্থিত ছিলেন। বক্তারা অত্যান্ত ক্ষোভ ও দুঃখের সাথে জেলা রেজিষ্ট্রারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, নিয়মনীতি ও বিধি অনুযায়ী যেহেতু একজন টি.সি মোহরারকে টি.সি সহকারী হিসেবে পদোন্নতী দেয়া যায় সেহেতু জেলার সকল রেজিষ্ট্রী অফিসে দীর্ঘদীন যাবৎ কর্মরত জৈষ্ঠ্য নকল নবীশদের যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রদান করা হোক। তাছাড়াও সম্পূর্ণ বিধি বহির্ভূত ও অন্যায়ভাবে জৈষ্ঠ্যতার বিধিমালা লংঘণ করে অর্থের লোভে অত্যান্ত গোপনে নাচোল সাব রেজিষ্ট্রী অফিসের অফিস সহকারী পদে টাইপিষ্ট কাম মুদ্রাক্ষরিক নি¤œমান সহকারী দিলরুবা বেগমের নিয়োগ, ভোলাহাট সাব রেজিষ্ট্রী অফিসের জৈষ্ঠ্য নকল নবীশ জোহদ্দীর পরিবর্তে কনিষ্ঠ নকল নবীশ এমরান আলীর গোমস্তাপুর সাব রেজিষ্ট্রী অফিসের মোহরার পদে নিয়োগ এবং গোমস্তাপুর সাব রেজিষ্ট্রী অফিসের সর্ব কনিষ্ঠ নকল নবীশ আমেনা খাতুনের টি.সি সহকারী পদের নিয়োগ বাতিলের দাবী জানান সভায় উপস্থিত বক্তারা। আলোচনা সভায় জাতীয় শ্রমিকলীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার শাহজালাল শাহীন ও আব্দুর শুকুর সহ নকল নবীশ এসোসিয়েশন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য চালু নেই