চাঁপাইনবাবগঞ্জে জেএমবির আঞ্চলিক কমান্ডার আটক

চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ৫শ’ গ্রাম গান পাউডার ও ৭ ককটেলসহ বজলুর রহমান (৩৯) নামে জেএমবির এক আঞ্চলিক কমান্ডারকে আটক করেছে ডিবি পুলিশ। আটক বজলুর রহমান ওই ইউনিয়নের হুড়কিতলা গ্রামের শীষ মোহাম্মদের ছেলে। তিনি স্থানীয় হোমিও চিকিৎসক ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জের জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হামিদুর রশিদ জানান, ইসলামপুর ইউনিয়নের তের রশিয়া খাঁকচা পাড়া এলাকায় জেএমবি সদস্যরা গোপন বৈঠক করছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ সোমবর রাত দেড়টার দিকে সেখানে অভিযান চালায়। এই সময় অন্যান্যরা পালিয়ে গেলেও ৫শ’ গ্রাম গান পাউডার ও ৭ ককটেলসহ বজলুর রহমানকে আটক করা হয়। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।



মন্তব্য চালু নেই