চলে গেলেন কিউবার বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ত্রো

কিউবার প্রাক্তন নেতা ফিদেল কাস্ত্রো মারা গেছেন।

বাংলাদেশ সময় শনিবার সকালে ৯০ বছর বয়সে তিনি মারা যান বলে কিউবার রাষ্ট্রীয় টিভির এক ঘোষণায় বলা হয়েছে।

তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু বলা হয়নি।

ফিদেল কাস্ত্রো প্রায় ৫০ বছর এক দলীয় রাষ্ট্র বা সাম্যবাদী রাষ্ট্র হিসেবে কিউবা শাসন করেন। এরপর ২০০৮ সালে ভাই রাউল কাস্ত্রোর কাছে ক্ষমতা হস্তান্তর করে রাজনীতি থেকে সরে পড়েন।

‘কিউবাকে জনগণের কাছে ফিরিয়ে দিয়েছেন’ এমন একজন নেতা হিসেবে কাস্ত্রোর প্রশংসা করতেন তার সমর্থকরা। তবে তার বিরোধীরা ‘কঠোরভাবে বিরোধীদের দমনের অভিযোগ’ এনেছেন তার বিরুদ্ধে।

গত এপ্রিলে কিউবার সামবাদী দলের এক সমাবেশের সমাপনী দিনে শেষ বক্তৃতা করেন।

সেখানে নিজের বার্ধক্যের কথা তুলে ধরে তিনি বলেন, ‘কিউবার সাম্যবাদ এখনো বৈধ এবং ্কিউবার জনগণই জয়ী হবে।’

ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।



মন্তব্য চালু নেই