চলন্ত সিঁড়ি হঠাৎ উল্টোপথে, অতঃপর… (ভিডিও সহ)
লিফটের তার ছিঁড়ে নীচে পড়ে হতাহতের খবর আমরা মাঝে-মধ্যেই শুনি। কিন্তু এসকেলেটর বা চলন্ত সিঁড়ি হঠাৎ উল্টোপথে চলতে শুরু করেছে- এমনটা শোনা যায় না। এমনকি এক অদ্ভূত কাণ্ড ঘটেছে চীনের নিঙবো শহরে। সেখানে আকস্মিকভাবে একটি এসকেলেটর তার গতিপথ পাল্টে ফেললে বেশ কয়েকজন আহত হয়েছেন।
সিসিটিভির ভিডিও ফুটেজে দেখা যায়, এসকেলেটরটি উপরের দিকে যাচ্ছিল। কিছুটা চলার পরই হঠাৎ এটি দ্রুতবেগে নীচের দিকে চলতে শুরু করে।
এতে লোকজন ছিটকে পড়ে নীচে এক জনের ওপর আরেকজনের স্তূপ হয়। আতঙ্কে লোকজন লাফিয়ে ফ্লোরে পড়তে শুরু করে।
অভূতপূর্ব এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
মন্তব্য চালু নেই