ঘাড় ভেঙে হাসপাতালে বুশ
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মেইনে নিজ বাড়িতে পড়ে গিয়ে ঘাড়ের হাড় ভেঙে যাওয়ার পর বুধবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে বিবিসি জানিয়েছে।
৯০ বছরের বুশকে পোর্টল্যান্ডের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুশের মুখপাত্র জিম ম্যাকগ্র্যাথ এক টুইটার বার্তায় জানিয়েছেন, তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে তাঁকে আরো কিছুদিন হাসপাতালে থাকতে হবে। তবে তিনি কীভাবে আঘাত পেয়েছেন সে বিষয়ে তিনি কিছু বলেননি।
বেশ কিছুদিন ধরেই পারকিনসন রোগে ভুগছেন সাবেক ওই মার্কিন প্রেসিডেন্ট। তিনি হাঁটতে পারেন না। চলাফেরার জন্য হুইলচেয়ার ব্যবহার করেন। শ্বাস-প্রশ্বাস জনিত সমস্যার কারণে গতবছরের শেষের দিকে তাকে আরো একবার হাসপাতালে ভর্তি হতে হয়েছিল।
তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের বাবা। তিনি যুক্তরাষ্ট্রের ৪১ তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মন্তব্য চালু নেই