ঘানায় গ্যাস ফিলিং স্টেশনে বিস্ফোরণ : নিহত ৭৮

ঘানায় একটি গ্যাস ফিলিং স্টেশনে গ্যাস বিস্ফোরিত হয়ে নিহত হয়েছে ৭৮ জন। বৃহস্পতিবার দেশটির রাজধানী আক্রায় এই বিস্ফোরণ ঘটে।

রয়টার্স অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার দেশটির জয়এফএম রেডিওকে ন্যাশনাল ফায়ার ব্রিগেডের মুখপাত্র প্রিন্স বিলি অ্যানাগলেট বলেছেন, বৃষ্টির কারণে ওই ফিলিং স্টেশনে লোকজন আশ্রয় নেয়।

তিনি আরো বলেন, প্রবল বৃষ্টির কারণে ফিলিং স্টেশনে দুর্ঘটনা ঘটতে পারে।

আহত ১২ জনকে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বিস্তারিত আর কিছু জানানো হয়নি রয়টার্সের খবরে।



মন্তব্য চালু নেই