গ্রোন্দোনাকে মধ্যমা দেখিয়ে বিতর্কে মারাদোনা
দিলীপ মজুমদার (কলকাতা): মারাদোনা ও বিতর্ক৷ এ দুই শব্দ যেন ক্রমেই সমার্থক হয়ে উঠছে৷ এবার আর্জেন্তিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে মধ্যমা দেখিয়ে তাতে নয়া সংযোজন ঘটালেন মারাদোনা৷
ইরান বনাম আর্জেন্তিনা ম্যাচ দেখতে স্টেডিয়ামে গিয়েছিলেন তিনি৷ কিন্তু ম্যাচে ৯০ মিনিট ধরে লড়াই চালিয়েও কোনও গোল পায়নি আর্জেন্তিনা৷ খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগেই স্টেডিয়াম ছাড়েন মারাদোনা৷ আর তারপরই ইনজুরি টাইমে গোল করে দলকে জেতান মেসি৷ আর এরপরই তাঁকে অপয়া বলেন আর্জেন্তিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি জুলিও গ্রোন্দোনা৷ বলেন, মারাদোনা স্টেডিয়ামে ছিলেন বলেই ৯০ মিনিটে গোল পায়নি আর্জেন্তিনা৷ গ্রোন্দোনার এই মন্তব্যের পর চূড়ান্ত ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি৷ একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারের সময় গ্রোন্দোনার প্রসঙ্গ উঠতেই তাঁকে মধ্যমা দেখান মারাদোনা৷ যা ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে৷
মন্তব্য চালু নেই