গ্রেপ্তারের পর জানা গেল ভিক্ষুকটি কোটিপতি

ভিক্ষা করতে গিয়ে কুয়েতে গ্রেপ্তার হয়েছেন এক কোটিপতি ভিক্ষুক, যার ব্যাংক হিসাবে হদিস মিলেছে প্রায় ১৩ কোটি টাকা।

কুয়েতের রাজধানী কুয়েত সিটিতে একটি মসজিদের সামনে ভিক্ষারত অবস্থায় ওই বিদেশি ভিক্ষুককে গ্রেপ্তার করে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে খালিজ টাইমস।

প্রতিবেদনে বলা হয়, “কুয়েতি দৈনিক আল রাই একজন নিরাপত্তা কর্মকর্তাকে উদ্ধৃত করে বলেছে- ওই ব্যক্তি নিজেকে সহায়-সম্বলহীন দাবি করে সেখানে মানুষের কাছে ভিক্ষা চাচ্ছিলেন। নামাজ পড়তে আসা লোকজনের দৃষ্টি আকর্ষণ করতে তিনি নিজেকে আশ্রয়হীনে বলেও দাবি করছিলেন। এ সময় টহল পুলিশ তাকে আটক করে।”

আইন ভঙ্গের দায়ে তাৎক্ষণিক তাকে গ্রেপ্তার করে আল আহমাদি থানায় নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান তিনি।
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, “সেখানে জিজ্ঞাসাবাদে তার ব্যাংক হিসাবের হদিস পাওয়া গেছে।পরে অনুসন্ধান চালিয়ে জানা যায়, ওই ব্যাংক হিসাবে পাঁচ লাখ কুয়তি দিনার বা টাকায় প্রায় ১৩ কোটি টাকা ছিল।”

কুয়েতের মতোই উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সদস্য দেশ বাহরাইন, ওমান, কাতার, সৌদি আরব ও ইউনাইটেড আরব আমিরাতে ভিক্ষা করা দণ্ডনীয় অপরাধ।

গত এপ্রিল মাসেও এরকম অপরাধের সঙ্গে যুক্ত ২২ ভিক্ষুককে কুয়েত থেকে দেশে ফেরত পাঠানো হয়েছে।

ছবি প্রতীকী



মন্তব্য চালু নেই