গোমাংস রপ্তানিতে এবারও বিশ্বসেরা ভারত

বিশ্বের সর্ববৃহৎ গরুর মাংস রপ্তানিকারী জায়গাটা অক্ষুণ্ণ রাখল ভারত। মার্কিনি এগ্রিকালচার ডিপার্টমেন্টের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গরুর মাংস রপ্তানিতে দ্বিতীয়স্থানে থাকা ব্রাজিলের সঙ্গে দূরত্ব বেশ খানিকটা বেড়েছে ভারতের। তবে ওবামা সরকার গোমাংসের তালিকায় মহিষের মাংসকেও একসঙ্গেই রেখেছে।

এই ডেটা অনুযায়ী ভারত বছরে মোট ২.৪ মিলিয়ন টন গোমাংস রপ্তানি করে। ব্রাজিলের গোমাংস রপ্তানির পরিমাণ ২ মিলিয়ন। এই তালিকায় তিন নম্বরে আছে অস্ট্রেলিয়া। রপ্তানির পরিমাণ ১.৫ মিলিয়ন টন। এই তিন দেশ একযোগে গোটা পৃথিবীর ৫৮.৭% গোমাংস রপ্তানি করে। ভারত একাই ২৩.৫% গোমাংস রপ্তানি করে। গত বছর এই পরিমাণটা ছিল ২০.৮%।

সেন্টার ফর মনিটারিং ইন্ডিয়ান ইকোনমির প্রকাশিত ডেটা অনুযায়ী ভারতের মহিষের মাংস প্রধানত এশিয়ার বিভিন্ন দেশে সরবারহ করা হয়। মোটামুটি ভারত থেকে রপ্তানি হওয়া গোমাংসের ৮০% এশিয়ায়, ১৫% আফ্রিকায় ও বাকি ৫% পৃথিবীর অন্যান্য দেশে সরবারহ করা হয়।



মন্তব্য চালু নেই