গোবিন্দগঞ্জের বাঙ্গালী সেতুর সংযোগ সড়কে ধ্বস
গাইবান্ধার সাঘাটা-ফুলছড়ি উপজেলা থেকে গোবিন্দগঞ্জ উপজেলার সদরসহ পার্শ্ববর্তী বগুড়া জেলায় যাতায়াতের গুরুত্বপূর্ণ সড়কে বাঙ্গালী সেতুর সংযোগ সড়কের দু’পাশে মাটি ধ্বসে পড়েছে। ফলে ঝুঁকিপূর্ণ অবস্থায় এই সেতুর উপর দিয়ে যানবাহন চলাচল করছে। যেকোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে বলে
আশংকা করা হচ্ছে।
এই সেতুর উপর দিয়ে ছোট ছোট যানবাহন নির্বিঙ্গে চলাচল করলেও মারাত্মক ঝুঁকি নিয়ে চলছে বাস,ট্রাক,সিএনজি ও অটোরিকসা। এতে করে রাতের বেলায় কোন বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। ব্রীজ সংস্কারে অতিতারাতারি পদক্ষেপ না নিলে বাঙ্গালী নদীর এই সেতুটি ক্ষতিগ্রস্থ হয়ে যানবাহন ও পথচারিদের চলাচল
বদ্ধ হতে পারে বলে এলাকাবাসীরা উদ্দ্যেগ প্রকাশ করেছেন। ব্রীজটি সংস্কারের জন্য তারা কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন।
মন্তব্য চালু নেই