গাইবান্ধা জেলায় এবারও পিএসসিতে ফলাফলের শীর্ষে জুমার বাড়ী ডাঃ আব্দুর রাজ্জাক শিশু নিকেতন

গাইবান্ধা জেলায় এবারও ফলাফলের শীর্ষে জুমার বাড়ী ডাঃ আব্দুর রাজ্জাক শিশু নিকেতন। পিএসসি ফলাফলে জানাযায়, ২০১৪ সালে ৮১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ৮১ জনই গোল্ডেন এ+ পায়।

গত রবিবার পিএসপি ফলাফলের ভিত্তিতে বৃত্তি প্রদান করা হয়। ৪২টি ট্যালেন্টপুল কোটার মধ্যে ৩১টি পায় জুমারবাড়ী ডাঃ আব্দুর রাজ্জাক শিশু নিকেতন। অন্যান্য ৬টি সহ মোট ৩৭টি বৃত্তি পায় অত্র প্রতিষ্ঠান।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ সুশান্ত কুমার চন্দ জানান, ২০১৩ সালে ৫০ জনের মধ্যে ৫০ জনই গোল্ডেন এ+ পায় এবং বৃত্তি পায় ৩৭ জন।

এবারেও তার ব্যতিক্রম ঘটেনি। তিনি আরও জানান, গাইবান্ধা জেলার মধ্যে তার প্রতিষ্ঠান সেরা ফলাফল অর্জন করেছে।



মন্তব্য চালু নেই