গোপনে পারমাণবিক ডুবো ড্রোন পরীক্ষা রাশিয়ার, উদ্বেগে আমেরিকা
মানবহীন একটি পারমাণবিক ডুবো ড্রোনের পরীক্ষা চালিয়েছে রাশিয়া। মার্কিন গোয়েন্দা সূত্র খবরটি নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগনের মুখপাত্র জানিয়েছেন, তারা রাশিয়ার ডুবো সামরিক অগ্রগতির ওপর তীক্ষ্ন নজর রাখছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক পেন্টাগনের একজন কর্মকর্তা জানিয়েছেন, পারমাণবিক ডুবো ড্রোনের পরীক্ষা চালানো হয়েছে গত ২৭ নভেম্বর। তবে এর বেশি কিছু জানাতে তিনি অস্বীকৃতি জানিয়েছেন। ফলে রাশিয়ার ড্রোন পরীক্ষাটি সফল হয়েছে কি না তা-ও জানা যায়নি। পেন্টাগন কর্মকর্তার এ দাবির ফলে রাশিয়ার পারমাণবিক প্রযুক্তিতে অগ্রগতির বিষয়টিই সামনে এলো, যা নিয়ে পশ্চিমা বিশ্ব উদ্বেগ জানিয়ে আসছিল।
এর আগে চলতি বছরের সেপ্টেম্বর মাসে পারমাণবিক ডুবো ড্রোনের কথা প্রকাশ হয়। এর দুই মাস পর বিষয়টির সত্যতা স্বীকার করে রাশিয়া।
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর দেয়া তথ্য মতে, পেন্টাগন পারমাণবিক ডুবো ড্রোনটির কোডনেম দিয়েছে ‘কানিয়ন’। এটি সর্ববৃহৎ পারমাণবিক অস্ত্রে সজ্জিত হবে। অক্টোবরে রাশিয়া নিজেদের সবচেয়ে বড় পারমাণবিক ক্ষেপণাস্ত্রের ছবি প্রকাশ করে। এ বোমাটি এত ক্ষমতাসম্পন্ন যে, ইংল্যান্ড কিংবা নিউ ইয়র্ক স্টেটের মতো এলাকা পুরো ধ্বংস করে দিতে পারবে। -ইন্ডিপেন্ডেন্ট ।
মন্তব্য চালু নেই