গুলিস্তানে কর্তব্যরত পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত
রাজধানীর গুলিস্থানে দায়িত্ব পালনের সময় আনিস নামে পুলিশের সহকারী এক উপপরিদর্শককে (এএসআই) ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।
শনিবার সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। আহত আনিস নবাবপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত।
জানা গেছে, সকাল থেকে গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে ডিউটি করছিলেন আনিস। সাড়ে আটটার দিকে কয়েকজন দুর্বৃত্ত এসে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকে। এতে তার ঘাড়ে, গালে ও পিঠে গুরুতর জখম হয়। তার সঙ্গে দায়িত্ব পালনকারী অন্য পুলিশ সদস্যরা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক জানান, আহত পুলিশ সদস্যকে ঢামেকের ৩০৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে দেখতে হাসপাতালে আসেন। চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক।
মন্তব্য চালু নেই