গুলশান হামলার ‘পরিকল্পনাকারী’ রাজীব ১৫ দিনের রিমান্ডে

রাজধানীর গুলশানের হলি আর্টিসান রেস্টেুরেন্টে হামলা অন্যতম ‘পরিকল্পনাকারী’ জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধীকে (২৫) বগুড়ায় দুই মামলায় মোট ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন শেরপুর ও শিবগঞ্জ থানার পৃথক মামলায় মোট ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বগুড়া কোর্ট পরিদর্শক শাহজাহান আলী জানান, বগুড়ার শেরপুরে জঙ্গি আস্তানায় গ্রেনেড বিস্ফোরণ ও শিবগঞ্জে শিয়া মসজিদে গ্রেনেড হামলা মামলায় রাজীব গান্ধীকে আদালতে তুলে ১৫ দিন করে রিমান্ড আবেদন জানায় শেরপুর ও শিবগঞ্জ থানা পুলিশ। আদালত শেরপুরের মামলায় ৮ দিন এবং শিবগঞ্জের মামলায় ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন জানান, বগুড়ার শেরপুরে জঙ্গি আস্তানায় গ্রেনেড বিস্ফোরণ ও শিবগঞ্জ উপজেলায় শিয়া মসজিদে হামলার দুই মামলায় ঢাকার হলি আর্টিসানে হামলা মামলার আসামি রাজীব গান্ধীকে মোট ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে রাজীব গান্ধীকে ঢাকা মহানগর পুলিশ বগুড়া পুলিশের কাছে হস্তান্তর করে।



মন্তব্য চালু নেই