গুলশান থেকে নিখোঁজ হওয়া সেই ছেলেটিই মোবাশ্বির

রাজধানীর গুলশান এলাকা থেকেই নিখোঁজ হওয়া সেই ছেলেটিই হলি আটিসান রেস্তোরাঁয় হামলাকারী মীর সামি মোবাশ্বির। এ বছরের ২৯ ফেব্রুয়ারি সোমবার দুপুরে গুলশান-২ এ আগোরার সামনে থেকে নিখোঁজ হন তিনি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে তখন গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। স্কলাসটিকা স্কুল, গুলশান শাখার এ লেভেল প্রথম বর্ষের ছাত্র ছিলেন মোবাশ্বির। মোবাশ্বিরের খুব ঘনিষ্ঠ কোনো বন্ধু ছিল না বলেও পরিবারের পক্ষ থেকে জানানো হয়। খুবই সাদাসিদে ছিলেন তিনি।

পরিবার সূত্রে জানা যায়, নিখোঁজের দিন বিকেল ৩টায় প্রাইভেটকারে গুলশান এভিনিউয়ের আর এ কোচিং সেন্টারের উদ্দেশে বাসা থেকে বের হয় মোবাশ্বির। পরে গাড়িচালক জুয়েল তাকে আনতে গেলে আর খুঁজে পাওয়া যায়নি তাকে। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। ওই দিন মোবাশ্বির কোচিং সেন্টারে যায়নি বলেও সেখান থেকে জানানো হয়। শেষ পর্যন্ত পাওয়া গেল মোবাশ্বিরকে। তবে পরিবারের আগলে রাখা সেই ছেলেটিকে নয়, পাওয়া গেল গুলশানের রেস্তোরাঁয় হামলায় অংশগ্রহণকারীদের সদস্য হিসাবে। উল্লেখ্য, মীর সামি মোবাশ্বিরের নিখোঁজ হওয়ার খবরটি গত ২ মার্চ বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত হয়।



মন্তব্য চালু নেই