গুলশান ট্র্যাজেডি: ঘটনাস্থলে বোমা ডিস্পোজাল ও ক্রাইম সিন ইউনিট
গুলশান-২ এলাকায় অবস্থিত হলি আর্টিসান রেস্টুরেন্টে সন্ত্রাসীদের হাতে ২০ জন নিহতের ঘটনায় আলামত সংগ্রহে দ্বিতীয়দিনের মতো সিইআইডির ক্রাইম সিন ইউনিট (সিএসইউ) ও বোমা ডিস্পোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।
রোববার দুপুর সোয়া ১২টায় ছয় সদস্যের সিএসইউ ইউনিট ও পুলিশের বোমা ডিস্পোজাল ইউনিটের একটি গাড়ি হলি আর্টিসান রেস্টুরেন্টে প্রবেশ করে। এর আগে শুক্রবার রাত ১টা ৩৫ মিনিটে সিএসইউ এর ১১ সদস্যের প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
এছাড়া জাপানের রাষ্ট্রদূত ও একজন প্রতিমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন এবং সাধারণ বিদেশি নাগরিকরা ঘটনাস্থল পরিদর্শন করছেন।
সরেজমিনে দেখা যায়, রেস্টুরেন্টটির আশপাশে ৫০ গজ দূরে ব্যারিকেড দেয়া হয়েছে এবং অর্ধশতাধিক পুলিশ সদস্য টহল দিচ্ছেন।
মন্তব্য চালু নেই