গুলশানে ৩০ ফুট রাস্তায় ধস: যান চলাচল বন্ধ

রাজধানীর গুলশানের ২ নম্বরের একটি সড়কের প্রায় ৩০ ফিট দীর্ঘ জায়গা ধসে পড়েছে। আজ শুক্রবার বিকালে গুলশান লেক সংলগ্ন ৫৫ নম্বর সড়কের ২৯ নম্বর বাড়ির সামনের রাস্তার একটি অংশ দেবে যায়।

গুলশান থানার এসআই কামরুল ইসলাম জানিয়েছেন, ওই সড়কে লেকের পাশের অংশে সংস্কার কাজ চলার সময় প্রায় ২৫/৩০ ফুট দীর্ঘ একটি অংশ দেবে যায়।ধসের স্থানে বালু ভরাটের কাজ চলছে। ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের বারিধারা একটি ইউনিট ঘটনাস্থলে গিয়েছে বলে জানা গেছে।



মন্তব্য চালু নেই