গুণ্ডা’দের সঙ্গে এক নারীর লড়াই
সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশের মেরুত শহরে একটি বিস্ময়কর ঘটনা ঘটে। দিন-দুপুরে ব্যস্ত রাস্তায় মোটরসাইকেলে চড়ে যাচ্ছিলেন এক দম্পত্তি। হঠাৎ পেছন থেকে আসা একটি সান্ত্রো কার তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এরপর কার থেকে ‘গুণ্ডা’ টাইপের কিছু লোক এসে উল্টো তাদের সঙ্গে বাজে আচরণ করতে থাকে। এ আচরণের প্রতিবাদে জনসম্মুখে ওই ‘গুণ্ডা’দের সঙ্গে লড়েন ওই নারী।
এ সময় উপস্থিত কোনো পথচারী ওই দম্পত্তির সাহায্যার্থে এগিয়ে আসেনি। বরং বেশ কয়েকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘটনার ছবি তোলে। এমনকি ঘটনার সময় এক পুলিশ সদস্য সেখানে উপস্থিত থাকলেও এগিয়ে আসেনি।
উপস্থিত কেউ এগিয়ে না আসায় ওই নারীর স্বামীকে মারতে শুরু করে ‘গুণ্ডা’রা। এ সময় ওই নারী প্রতিবাদ করতে এলে তাকেও মারার উদ্যোগ নেয় খারাপ আচরণকারীরা। কিন্তু নারীটি এ সময় ভয় না পেয়ে উল্টো তাদের আঘাত করেন।
এক পর্যায়ে খারাপ আচরণকারী লোকদের সঙ্গে রীতিমত লড়াই করে চলে যেতে সক্ষম হন ওই দম্পত্তি। এ ঘটনার পর হামলাকারী একজনকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত দুইজন এখনও পলাতক রয়েছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
মন্তব্য চালু নেই