গুজব! বান কি মুন কি চিঠি লিখেছেন?

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উদ্বেগের গুজব আগে থেকেই কম বেশি শোনা যাচ্ছিল বিভিন্ন মহল থেকে। বৃহস্পতিবার বিকাল থেকে এই গুজব যেন আরও জোরালো হল। বিভিন্ন সূত্রে শোনা যাচ্ছে, জাতিসংঘের মহাসচিব বান কি মুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি লিখেছেন।চিঠিতে তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে উদ্বেগ জানিয়েছেন এবং অবিলম্বে এই পরিস্থিতি থেকে উত্তরণের উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন।

সূত্র জানায়, বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা সরকারের নীতি নির্ধারণী মহলের বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সত্য কিনা জানার চেষ্টা করছেন। তবে সরকারের কেউ এর সত্যতা নিশ্চিত করতে পারেনি।

সরকার নীতি নির্ধারনী পর্যায়ে আছেন এমন একজন নেতার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, ‘বিকেল থেকে কয়েকজন সাংবাদিক আমাকে ফোন করেছিলেন। তাদের মাধ্যমেই বিষয়টি আমি জানতে পারি। পরে আমিও কয়েকজন মন্ত্রীর সঙ্গে কথা বলেছি। কিন্তু তারা কেউই এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি।’

জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য নূহ উল আলম লেনিন বলেন, ‘জাতিসংঘের মহাসচিব প্রধানমন্ত্রীকে চিঠি লিখলে সেটা তো গোপন কিছু নয়। গণমাধ্যমে ঠিকই বিষয়টি চলে আসতো। আপাতত এ ধরনের কোনো খবর আমার কাছে নেই।’  ঢাকা টাইমস



মন্তব্য চালু নেই