গাড়ি চালানোয় সৌদি নারী গ্রেপ্তার

গাড়ি চালানোর অপরাধে সৌদিআরবে এক নারীকে গ্রেপ্তার করেছে সেদেশের পুলিশ। সোমবার বিকেলে সংযুক্ত আরব আমিরাত সীমান্ত থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানায় আন্তর্জাতিক গণমাধ্যম ডেইলিমেইল।

সৌদিআরবে নারীদের গাড়ি চালানো নিষিদ্ধ। এর প্রতিবাদে সংযুক্ত আরব আমিরাত থেকে গাড়ি চালিয়ে সোমবার সৌদি সীমান্তে প্রবেশের চেষ্টা করছিলেন নারী অধিকারকর্মী লৌজাইন হাথলৌল।

সোমবার দুপুরে এক টুইটার বার্তায় লৌজাইন জানান, তিনি ২৪ ঘন্টা ধরে সৌদি সীমান্তে রয়েছেন। ইমিগ্রেশন কর্মকর্তারা তার পাসপোর্ট আটকে রেখেছে। তারা পাসপোর্ট ফেরতও দিচ্ছে না আবার সৌদিতে প্রবেশের অনুমতিও দিচ্ছে না।

গাড়ি চালানোয় সৌদি নারী গ্রেপ্তারঅধিকারকর্মীরা দাবি করেছেন সোমবার বিকেলে লৌজাইনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাকে সমর্থন দেয়ার জন্য সঙ্গে ছিলেন আরব আমিরাতভিত্তিক সৌদি সাংবাদিক মাইসা আলামৌদি। পুলিশ তাকেও গ্রেপ্তার করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক অধিকারকর্মী জানিয়েছেন তাদের দুজনকে সৌদি আরবের একটি পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে।



মন্তব্য চালু নেই